চূড়ান্ত হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপিং ও সূচি। মঙ্গলবার টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি।
সি গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও নবাগত ইতালি। উদ্বোধনী দিনেই ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও ১৭ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ নেপাল।
প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতা ও শেষ ম্যাচ খেলবে মুম্বাইয়ে। ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ৮ মার্চ। ২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম পর্বে।

