শক্তিশালী ভারতের সামনে চতুর্থ দিনে বিশাল রানের দেয়াল তোলার পরও বাভুমা অপেক্ষা করছিলেন ট্রিস্টান স্টাবসের সেঞ্চুরির। যদিও ব্যক্তিগত ৯৪ রানে অহেতুক শটে নিজের উইকেট বিলিয়ে দিয়ে এলেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার।
মূলত এরপর এক মুহূর্ত দেরি না করে ৫৪৮ রানের লিডে থেকে ইনিংস ঘোষণা করেন বাভুমা। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ২৬০ রান তুলেছে প্রোটিয়ারা।
এতে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ৫৪৯ রানের। হাতে সময় আছে দেড় দিন।
যদিও এই লক্ষ্যে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে ভারতকে। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

