সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ২৭ নভেম্বর থেকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। কমিশন লিখিত পরীক্ষার আসনবিন্যাস ও পরিচালনা সংক্রান্ত বিশেষ নির্দেশনা প্রকাশ করেছে এবং স্পষ্ট করেছে, ‘এ পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।’
পিএসসি জানায়, পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার কক্ষে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো প্রার্থী যদি পরীক্ষার সময় নিয়ম ভাঙেন বা অসদুপায় অবলম্বন করেন, তার প্রার্থিতা বাতিল হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রবেশের সময় প্রার্থীদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাইয়ের পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে।
নির্দিষ্ট নিয়মাবলি ও সুবিধা
প্রবেশের পর মুখ বা কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না। ভুল কোড পূরণ, কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করলে উত্তরপত্র বাতিল হবে। পরীক্ষার সময় অসদুপায় অবলম্বন করলে প্রার্থী তাৎক্ষণিকভাবে বহিষ্কৃত হবেন।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য পিএসসি প্রশিক্ষণপ্রাপ্ত শ্রুতিলেখক প্রদান করবে। দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হবে। এছাড়া প্রতি পরীক্ষার কক্ষে সিসি ক্যামেরা থাকবে।
পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি
লিখিত পরীক্ষা ঢাকার পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ-এই আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কিছু পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলা বিষয়ে পরীক্ষা দুই দিনে অনুষ্ঠিত হবে—২৭ নভেম্বর কোড ০০১ (৩ ঘণ্টা) এবং ৩০ নভেম্বর কোড ০০২ (৪ ঘণ্টা)। মানসিক দক্ষতার এমসিকিউ পরীক্ষা (কোড ০০৯) ৭ ডিসেম্বর দুপুর ১২:৩০ থেকে ১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গত ২৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলি ফল প্রকাশ করা হয়, এতে ১০,৬৪৪ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

