ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আবারো হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার ঘরের মাঠে রেড ডেভিলদের ১-০ গোলে হারের লজ্জা দিলো এভারটন।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরুটা ভালোই ছিলো ম্যানচেস্টার ইউনাইটেডের। আক্রমনাত্বকভাবে শুরু করা দলটি গোল বঞ্চিত হয় ফিনিসিং সমস্যায়।
ম্যাচের ১৩ মিনিটে, বড় এক সুবিধা পায় রেড ডেভিলরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এভারটনের সেনেগালিজ মিডফিল্ডার ইদ্রিস গুয়ে। কিন্তু ১০ জনের দল নিয়েও, শ্রোতের বিপরিতে ২৯ মিনিটে জয়সূচক গোল পায় এভারটন। স্কোর শিটে নাম তোলেন কিয়েনার্ন ডিউসবারি হল।
ম্যাচের বাকি সময় গোলে আরও অনেক সুযোগ তৈরী করে ম্যানচেষ্টার ইউনাইটেড ফুটবলাররা। কিন্তু ব্রুনো ফার্নান্দেস, ব্রায়ান এমবিউমোরা স্কোর শিটে নাম তুলতে না পারলে হারের স্বাদ নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।

