মিয়া গোথের জন্ম ব্রিটেনে হলেও তাঁর শৈশব কাটে দাদির কাছে, ব্রাজিলে। দাদি ছিলেন অভিনেত্রী। সেখানে তিনি ৫ বছর পর্যন্ত ছিলেন। সেই সময়েই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়।
গত অক্টোবরে মুক্তি পেয়েছে ‘ফ্রাঙ্কেনস্টাইন’ সিনেমাটি। পরে ৭ নভেম্বর সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পায়। সেই সিনেমা দিয়ে আলোচনায় রয়েছেন অভিনেত্রী মিয়া গোথ। আইএমডিবিতে দর্শকদের পছন্দের তালিকায় তিনি শীর্ষে রয়েছেন।
২০১৫ সালের কথা। সিনেমার শুরুতেই তাকে বিপত্তিতে পড়তে হয়। ‘নিম্ফোম্যানিয়াক’ নামের সেই সিনেমায় ছোট একটি চরিত্রে ডাক পান। তাকে আবেদনময়ী চরিত্রে দেখা যায়। সিনেমায় পরিচিতি পেতে তাঁকে দীর্ঘ ৫ বছর অপেক্ষা করতে হয়।
প্রথম সিনেমা থেকে তেমন সাড়া না পেলেও এই সিনেমার শুটিংয়ে গিয়ে তিনি শিয়া লাবিউফের প্রেমে পড়েন। পরের বছর ২০১৬ সালে তাঁরা বিয়ে করেন।
তিনি সবচেয়ে বেশি আলোচিত হন ২০২২ সালে ‘এক্স’ সিনেমা দিয়ে। একই বছর ‘পার্ল’ সিনেমা দিয়েও হলিউডে শক্ত অবস্থান তৈরি করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি।
ব্রিটিশ এই অভিনেত্রী দুই বছর পরে গিয়ের্মো দেল তোরো পরিচালিত ‘ফ্রাঙ্কেনস্টাইন’ দিয়ে আলোচনায় রয়েছেন। আইএমডিবির আলোচিত তারকার তালিকায় ২ নম্বরে রয়েছেন।

