সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর তিন বাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি, সেটাকে কাজে লাগিয়ে সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে।
তিনি আরও বলেন– বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত ও জীবিত ছাত্র জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, যেন তাদের দেয়া সুযোগ কাজে লাগিয়ে গণতন্ত্রে উত্তরণে দৃষ্টান্ত স্থাপন করতে পারি।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদান করতে পেরে তিন বাহিনীসহ সকলকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। পরে তিনি বীর মুক্তিযুদ্ধাদের পরিবারের সাথে কুশল বিনিময় করেন।

