spot_img

এনসিপির মনোনয়নপত্র নিলেন জুলাই অভ্যুত্থানে ‘স্যালুট দেওয়া’ সেই রিকশাচালক

অবশ্যই পরুন

জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোচিত সেই রিকশাচালক সুজন এবার জাতীয় নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে ঢাকা-৮ (পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তিনি এনসিপি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে সুজন বলেন, ঢাকা-৮ আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম। এ জন্য আমি ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছি। তার মনোনয়ন নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি।

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি রিকশাচালক সুজনের স্যালুটের দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং তিনি জনগণের ব্যাপক ভালোবাসা ও সমর্থন লাভ করেন। সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী সুজন।

এর আগে এই দলটি থেকেই জুলাইয়ে মারাত্মকভাবে আহত আরেক আন্দোলনকারী খোকন চন্দ্র বর্মণ মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। চিকিৎসার জন্য বর্তমানে তিনি রাশিয়ায় রয়েছেন।

সর্বশেষ সংবাদ

আগামী বছর জলবায়ু সম্মেলন কপ৩১ আয়োজন করবে তুরস্ক

আগামী বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ আয়োজনের দায়িত্ব পেয়েছে তুরস্ক। অস্ট্রেলিয়া যৌথভাবে সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর দুই...

এই বিভাগের অন্যান্য সংবাদ