spot_img

বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসবাদের প্রতি ‘জিরো টলারেন্স’ দেখাতে হবে: জয়শঙ্কর

অবশ্যই পরুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর আবারও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ভারত তার নাগরিকদের নিরাপত্তায় সার্বভৌম অধিকার প্রয়োগ করবে।

মঙ্গলবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সরকারপ্রধানদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আহ্বান জানান। তিনি স্মরণ করিয়ে দেন, ‘এসসিও গঠিত হয়েছিল সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং উগ্রবাদের ‘তিনটি অশুভ শক্তি’ মোকাবিলায়—যা সময়ের সঙ্গে আরও জটিল হয়ে উঠেছে।’

আন্তর্জাতিক অঙ্গনে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। ভারত দেখিয়েছে, আমরা আমাদের জনগণকে রক্ষার অধিকার রাখি এবং প্রয়োজনে সেই অধিকার প্রয়োগ করব।’

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ অবস্থানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, এসসিওকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের কাঠামো ও পদক্ষেপ আরও শক্তিশালী করতে হবে। তিনি সংস্থাটিতে আধুনিকায়ন ও সংস্কারের ওপর জোর দেন এবং রুশ ও চীনা ভাষার পাশাপাশি ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে যুক্ত করার দীর্ঘদিনের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানান।

এসসিওতে উদ্ভাবন ও সহযোগিতা বাড়াতে ভারতের উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে রয়েছে এসসিও স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন বিষয়ক বিশেষ ওয়ার্কিং গ্রুপ এবং এসসিও স্টার্টআপ ফোরাম—যা সদস্যদেশগুলোর তরুণদের মধ্যে সৃজনশীলতা ও উদ্যোক্তা বিকাশে কাজ করছে।

বক্তব্যের শেষে জয়শঙ্কর বলেন, এসসিওকে আরও বিকশিত হতে হবে, এজেন্ডা সম্প্রসারণ করতে হবে এবং কাজের ধরনে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। ভারত এসব লক্ষ্য অর্জনে ইতিবাচক ও পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বস্ত করেন।

সূত্র: ডিডি নিউজ

সর্বশেষ সংবাদ

উনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়: প্রধান উপদেষ্টা

উনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ