spot_img

আরও ৫টি মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট

অবশ্যই পরুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও ৫টি মামলায় পুলিশের শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। যার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যার ঘটনায় ফতুল্লা থানায় দায়েরকৃত ৪টি হত্যা মামলা এবং সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলা রয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের কাজে বাধা প্রদানের একটি মামলার শুনানি হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমুনা আকতার মনির আদালতে ফতুল্লা থানার বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যার ঘটনায় দায়েরকৃত ৪টি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, যে ৫টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, কোনো মামলায় সাবেক মেয়র আইভির নাম নেই। জামিন বিলম্ব করার জন্য নতুন করে এই মামলাগুলো সাজানো হয়েছে। তারা নিম্ন আদালতের শ্যোন অ্যারেস্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

এর আগে, চলতি বছরের ৯ মে ডা. সেলিনা হায়াত আইভীকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। ৯ নভেম্বর নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ৫টি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। ওই ৫টি মামলায় হাইকোর্ট থেকে জামিন প্রদান করা হলেও পরে আপিল বিভাগে জামিন স্থগিত করা হয়েছে। ৯ নভেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া চারটি হত্যা ও পুলিশের কাজে বাধা প্রদানসহ ৫টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ সংবাদ

হাদির অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা...

এই বিভাগের অন্যান্য সংবাদ