জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার আগেই রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে আনা হয় দুটি বুলডোজার।
এদিন দুপুর ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি ৩২ নম্বরের দিকে নেয়া হয়। এ সময় ট্রাকের উপরে হাতে মাইক নিয়ে স্লোগান দিতে দেখা যায় কয়েকজন তরুণকে।
এদিকে ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন ছোটপর্দার আলোচিত-সমালোচিত অভিনেত্রী, সংগীতশিল্পী, নির্মাতা ও প্রযোজক মেহের আফরোজ শাওন। তিনি বুলডোজার নিয়ে যাওয়া ব্যক্তিদের ‘রাজাকার’ অ্যাখ্যা দিয়েছেন। ৩২ নম্বরে বুলডোজার নেয়ার একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করে সেখানেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
এ অভিনেত্রী শেয়ারকৃত ফটোক্যার্ডের ক্যাপশনে লিখেছেন, ‘মনের ভয়-ই আসল ভয়, বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশ-বাতাসে মিশে আছে, সেটাকে কীভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী।’

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে চলে যাওয়ার পর ৩২ নম্বরের ওই বাড়িটি একবার ভেঙে আগুন দিয়েছিল বিক্ষুব্ধ জনতা।

