জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন শেখ হাসিনা যে অপরাধ করেছে তার রায় জনগণ ৫ আগস্টই দিয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে এ মন্তব্য করেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই।
তিনি আরও বলেন, শেখ হাসিনা যে অপরাধ করেছে তার রায় জনগন ৫ আগস্টেই দিয়ে দিয়েছে। আমরা আশা করবো আজকে আদালতের রায়ে তারই প্রতিফলন ঘটবে।
রায়ের বিষয়ে স্নিগ্ধ আরও বলেন, শেখ হাসিনা জুলাই আগস্ট এবং গত ১৭ বছরে যে অপকর্ম করেছে, মানুষ খুন করেছেন এজন্য আমার তার সর্বোচ্চ বিচার মৃত্যুদণ্ড কামনা করছি।
তিনি বলেন, শেখ হাসিনা যে অন্যায়-অপরাধ করেছে তার জন্য তাকে একবার না, হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটাও কম হয়ে যায়। তাই আমাদের আশা, হাসিনার সর্বোচ্চ যে শাস্তি সেই রায় হবে। রায় প্রকাশের পর যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে, দেশের মাটিতে তার রায়টি কার্যকর করা হবে এটাই সকলের প্রত্যাশা।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে।
গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হতে যাচ্ছে আজ।

