spot_img

এইচ-১বি ভিসা বন্ধে মার্কিন কংগ্রেসে বিল, বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ

অবশ্যই পরুন

রিপাবলিকান কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন (জর্জিয়া) বৃহস্পতিবার ঘোষণা করেছেন, তিনি এমন একটি বিল আনতে যাচ্ছেন, যা এইচ-১বি ভিসা প্রোগ্রামকে ধাপে ধাপে বন্ধ করবে এবং শেষ পর্যন্ত পুরোপুরি বিলুপ্ত করবে।

এই প্রস্তাব এমন সময় আসছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক দিন আগেই বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে আনার বিষয়টি রক্ষা করে মন্তব্য করেছেন।

গ্রিনের বিল অনুযায়ী, চিকিৎসা পেশাজীবী ছাড়া সকল ক্ষেত্রেই এইচ-১বি ভিসা বাতিল করা হবে। এসব পদের জন্য বছরে সর্বোচ্চ ১০ হাজার ভিসা দেওয়া যেতে পারে। তবে এই ছাড়ও ১০ বছরের মধ্যে পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে।

গ্রিন একটি ভিডিও বার্তায় বলেন, বিলটি নাগরিকত্বের পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। ফলে ভিসাধারীদের ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরে যেতে বাধ্য করা হবে।

তিনি বলেন, ‘এই ভিসাগুলো বিশেষ চাহিদার পেশায় সাময়িক ঘাটতি পূরণের জন্য চালু করা হয়েছিল। মানুষ এখানে চিরদিনের জন্য থাকতে পারবে না। আমরা তাদের দক্ষতার জন্য কৃতজ্ঞ, তবে সময়মতো তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত।’

গ্রিন দাবি করেন, এইচ-১বি প্রোগ্রাম জালিয়াতি ও অপব্যবহারে পূর্ণ এবং দশকের পর দশক ধরে আমেরিকানদের স্থান দখল করছে।

ট্রাম্পও সাধারণত এই মূল্যায়নের সঙ্গে একমত, তবে সম্প্রতি তিনি ভিসা প্রক্রিয়ায় সংস্কার আনার পথে হাঁটছেন, বিলুপ্তির নয়। গত মাসে এইচ-১বি ভিসার ওপর ১ লাখ ডলারের এককালীন ফি আরোপ করে তিনি প্রযুক্তি খাতকে নাড়িয়ে দেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বিদেশি কর্মীদের পক্ষে কথা বলার পর তার কিছু সহযোগীর সঙ্গে উত্তেজনা বাড়ে।

গ্রিন তার ভিডিও বার্তায় বলেন, আমেরিকানরা বিশ্বের সবচেয়ে প্রতিভাবান মানুষ, যা ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সাম্প্রতিক মতবিরোধের আরেকটি উদাহরণ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি স্বাস্থ্য বীমার বাড়তি খরচ এবং জেফরি এপস্টিন–সম্পর্কিত নথি প্রসঙ্গে রিপাবলিকান নেতৃত্বকেও সমালোচনা করেছেন।

গ্রিন বলেন, ‘বিদেশিদের নয়, আমেরিকান নাগরিকদের আগে রাখার সময় এসেছে। বহু দিন ধরে এই অপব্যবহার চলছে। আমেরিকানদের ভবিষ্যৎ আছে, তাদের সুযোগ পাওয়া উচিত।’

শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স এক বিবৃতিতে বলেন, ট্রাম্প আধুনিক ইতিহাসে যেকোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি কঠোরভাবে অভিবাসন আইন প্রয়োগ করেছেন এবং আমেরিকান শ্রমিকদের স্বার্থ রক্ষা করেছেন।’

তিনি আরও বলেন, ‘ট্রাম্প প্রশাসন নিশ্চিত করছে, এইচ-১বি প্রক্রিয়া শুধু উচ্চ দক্ষতাসম্পন্ন বিশেষ পেশার বিদেশি কর্মীদের জন্যই ব্যবহৃত হবে—এমন নিম্ন–মজুরির কর্মীদের জন্য নয় যারা আমেরিকানদের চাকরি দখল করবে।’

সর্বশেষ সংবাদ

২০২৬ বিশ্বকাপ: নিশ্চিত হলো যে ৩০ দলের জায়গা

দরজায় কড়া নাড়ছে ফুটবল ২০২৬ বিশ্বকাপ। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট...

এই বিভাগের অন্যান্য সংবাদ