দেশ বদলাতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। যা সকলের সবার অধিকার নিশ্চিত করবে— এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শাহবাগে গণসংহতি আন্দোলনের এক দশক পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সংবিধান সংশোধনে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তা রুখে দিতে হবে।
এ সময় কেউ যাতে ঐক্যে যাতে কেউ ফাটল ধরাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

