২০১৯ সালের মে মাসে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে খেলেছিলেন জন ক্যাম্পবেল। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১৩৭ বলে ১৭৯ রানের স্বরণীয় এক ইনিংস খেলেন তিনি। শাই হোপকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৩৬৫ রান করে গড়েন বিশ্বরেকর্ড। এরপর অবিশ্বাস্যভাবে এই সংস্করণে জাতীয় দলের হয়ে আর খেলেননি তিনি। অর্ধ যুগ পর আবার ক্যারিবীয় দলে ফিরলেন এই ওপেনার।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। যেখানে সবশেষ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা ওপেনার ব্র্যান্ডন কিংয়ের জায়গায় ক্যাম্পবেলকে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া প্রথমবারের মতো উইন্ডিজ দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার যোহান লেইন এবং পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিংগার ।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজে মোটাদাগে ব্যর্থ ছিলেন ব্র্যান্ডন কিং। এই ডানহাতি ব্যাটার তিন ম্যাচের সিরিজে করেন যথাক্রমে ৪৪, ০ ও ১৮ রান। বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের শেষ পাঁচটি ম্যাচে চারবার এক অঙ্কের ঘরে থাকতে আউট হয়েছেন। ছন্দের খোঁজে থাকা এই ব্যাটারকে তাই বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এদিকে ক্যাম্পবেলকে ফিরিয়ে আনা হয়েছে লাল বলের ক্রিকেটে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে। বিশেষ করে গত মাসে দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন ৩২ বছর বয়সী ব্যাটার। এছাড়া সুপার৫০ কাপের শেষ মৌসুমে জ্যামাইকার হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ক্যাম্পবেল। ৭ ম্যাচে ২৭৮ রান করেছিলেন, ১০২.২০ স্ট্রাইক রেটে।
যোহান লেইনও সুযোগ পেয়েছেন ভারত সফরে টেস্ট অভিষেকের পর। নিউজিল্যান্ডের বিপক্ষে জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড এর সঙ্গে পেস বোলিং আক্রমণে দেখা যেতে পারে তাকে। এ ছাড়া দলে ফিরেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে কাঁধের চোটে পড়া পেসার ম্যাথিউ ফোর্ড।
এই তিনজনকে জায়গা দিতে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে পরাজিত হওয়া ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আকিল হোসেইন ও গুদাকেশ মোতি ও রামন সিমন্ডস। আর চোটের কারণে দলের বাইরে আছেন আলজারি জোসেফ, শামার জোসেফ এবং জেডিয়াহ ব্লেডস।
আগামী রোববার (১৬ নভেম্বর) ক্রাইস্টচার্চে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ১৯ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে নেপিয়ার এবং হ্যামিলটনে।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড : শাই হোপ (অধিনায়ক), এলিক অ্যাথানাজে, অ্যাকিম আগুস্ট, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, যোহান লেইন, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জায়ডেন সিলস, রোমারিও শেফার্ড, শামার স্প্রিংগার।

