spot_img

জাতি গঠনে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা ভূমিকা রাখবে: প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

জাতি গঠনে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত, নতুন কুড়ি-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন আশা প্রকাশ করেন তিনি। এ সময়, আনন্দের মাঝে শিশুদের নিজেকে আবিষ্কার করা ও তাদের মেধা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা।

শিশুরা শুধু নাচ-গানে সীমাবদ্ধ থাকবে কেন- এমন প্রশ্ন রেখে প্রধান উপদেষ্টা বলেন, শিশুদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায়ও নিয়ে আসতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

দীর্ঘদিন পর আবারও ‘নতুন কুঁড়ি’ শুরু করায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, নতুন কুঁড়ির মতো অন্যান্য বিষয়েও মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে।

এর আগে, প্রতিযোগিতার দুই বিভাগের দুই বিজয়ীর হাতে ৩ লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন প্রধান উপদেষ্টা। সেইসাথে, অভিনন্দন জানান সব অংশগ্রহণকারীকে।

সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ