spot_img

বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের শেষ সিনেমা ‘জননায়ক’

অবশ্যই পরুন

থালাপতি বিজয় অভিনীত সিনেমা ‘জননায়ক’ মুক্তির দুই মাস আগেই বাণিজ্য জগতে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। অ্যাকশন-রাজনৈতিক থ্রিলার ঘরানার এই ছবি প্রি-রিলিজ ব্যবসায় ইতিমধ্যেই রেকর্ড গড়েছে।

ইন্ডিয়া টু ডে’র প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে তামিল সিনেমার দর্শকদের মধ্যে সবচেয়ে আলোচিত ছবির মধ্যে অন্যতম হলো ‘জননায়ক’। স্যাকনিলকের রিপোর্ট অনুযায়ী, কেবল তামিলনাড়ুর সিনেমা হলের স্বত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপি থেকে বেশি দামে। বিদেশের স্বত্ব বিক্রয় থেকে এসেছে প্রায় ৮০ কোটি রুপি।

সিনেমার গান ও অডিওর প্রতিও দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো। অডিও স্বত্ব বিক্রি হয়েছে প্রায় ৩৫ কোটি রুপি, আর ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনেছে অ্যামাজন প্রাইম ভিডিও, যার দাম দাঁড়িয়েছে ১১০ কোটি রুপি। সব মিলিয়ে, ছবির প্রি-রিলিজ আয় ইতিমধ্যেই ৩২৫ কোটি রুপি ছাড়িয়ে গেছে। যেহেতু স্যাটেলাইট স্বত্ব ও অন্যান্য কিছু অঞ্চলের স্বত্ব এখনও চূড়ান্ত হয়নি, তাই বাণিজ্য বিশেষজ্ঞরা আশা করছেন, প্রি-রিলিজ আয় ৪০০ কোটি রুপি ছুঁতে পারে।

এইচ বিনোথ পরিচালিত এবং কেভিএন প্রোডাকশনস প্রযোজিত ‘জননায়ক’-এ বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল (তামিল ছবিতে অভিষেক), মামিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন এবং প্রিয়ামণি।

আশ্চর্যজনক বিষয় হলো, ‘জননায়ক’ হতে যাচ্ছে বিজয়ের অভিনীত শেষ সিনেমা। এরপর তিনি সম্পূর্ণভাবে রাজনীতিতে মনোনিবেশ করবেন বলে ধারণা করা হচ্ছে। ছবিটি ২০২৬ সালের আগামী ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে।

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রা করতে পারেন রোববার

কারিগরি ত্রুটির কারণে আজ আসছে না কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার...

এই বিভাগের অন্যান্য সংবাদ