spot_img

পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড

অবশ্যই পরুন

নিরাপত্তা শঙ্কায় সিরিজ চলাকালীন সময়েই পাকিস্তান ছাড়তে চান কয়েকজন লঙ্কান ক্রিকেটার। তবে নির্ধারিত সূচি অনুযায়ী খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কেউ দেশে ফিরলে তার পদক্ষেপের ‘আনুষ্ঠানিক পর্যালোচনা’ করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও আহত হয়েছেন ৩০ জন। এই ঘটনার পরই নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে লঙ্কান ক্রিকেটাররা।

আগামী শুক্রবার (১৪ নভেম্বর) ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে রাওয়ালপিন্ডিতে হবে। কিন্তু সফরকারী শ্রীলঙ্কার খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানিয়েছে দেশটির বোর্ড।

এরইমধ্যে দুই দেশের ক্রিকেট বোর্ড ও নিরাপত্তা কর্মকর্তাদের মাঝে হয়েছে বিস্তারিত আলোচনা। সেখানে যথাযথ নিরাপত্তার আশ্বাস পাওয়ায় ক্রিকেটারদের সূচি মেনে খেলা এবং কেউ দেশে ফিরতে চাইলে ‘আনুষ্ঠানিক পর্যালোচনা’ করা হবে বলে জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

সর্বশেষ সংবাদ

শেষ ওভারে রোমাঞ্চকর জয় রাজশাহীর

রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। হাতে ছিল ৩ উইকেট। আরাফাত সানির করা ওভারের প্রথম...

এই বিভাগের অন্যান্য সংবাদ