কাল হঠাৎ বেশ অসুস্থ হয়ে পড়েন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। এরপর তাকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে। ৮৯ বছর বয়সে তার শারীরিক অবস্থার অবনতিকে ঘিরে চিন্তায় পড়ে যান ভক্ত-পরিবার-সহকর্মীরা। রাতে গুঞ্জন ওঠে তিনি মারা গেছেন। যদিও তার ছেলে ও বলিউড তারকা সানি দেওল জানান, তিনি অসুস্থ কিন্তু মারা যাননি।
অবশেষে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ধর্মেন্দ্র। ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ভারতীয় এক গণমাধ্যমে ধর্মেন্দ্র পরিবারের ঘনিষ্ঠ একজন এ বিষয়ে বলেন, ‘গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিভিন্ন পরীক্ষার রিপোর্ট আসতে কিছুটা সময় লাগবে, তাই পরিবার সিদ্ধান্ত নেয়, সব রুটিন পরীক্ষা-নিরীক্ষা ঠিকভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তার সেখানে থাকা ভালো হবে। তিনি বয়স্ক এবং চিকিৎসকদের যথাযথ যত্নের প্রয়োজন। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’।
এদিকে সেসময় আরও জানা যায়, শারীরিকভাবে খুব একটা ভালো নেই ধর্মেন্দ্র। গত বছরও কয়েক দফা তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো। চলতি বছরের শুরুতে তার চোখের ছানির অস্ত্রোপচার হয়েছিলো।
সানি দেওলের টিম একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে তার মৃত্যুর খবর পুরোপুরি গুজব। বিবৃতিতে বলা হয়, ‘জনাব ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। পরবর্তীতে তার অবস্থা সম্পর্কে আপডেট জানানো হবে। তার স্বাস্থ্য নিয়ে মিথ্যা গুজব না ছড়ানোর অনুরোধ করছি। সবাইকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে ও পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে অনুরোধ করা হচ্ছে।’ বিবৃতিটি স্বাক্ষর করেছে ‘টিম সানি দেওল’।

