তারেক রহমানের নেতৃত্বে তরুণদের মাধ্যমে দেশের ভবিষ্যৎ পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সোমবার (১০ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা শেখ হাসিনার তৈরি করে যাওয়া সেই ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করবো। তারেক রহমানের নেতৃত্বে এ দেশে তরুণদের নেতৃত্বে নিয়ে আসবো। তরুণদের মাধ্যমে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন করবো।’
স্নিগ্ধ বলেন, ‘আমরা বিভিন্ন দেশের তরুণদের দেখছি, তারা এগিয়ে এসে ইফেক্টিভভাবে সহযোগিতা করছে। এই কাজটি বাংলাদেশেও শুরু হয়ে গেছে তারেক রহমানের নেতৃত্বে। তিনি তরুণ নেতৃত্বকে সামনের দিকে নিয়ে আসছেন। কিভাবে তরুণদের নিয়ে এসে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়, তার এই ব্যাপারে বিশাল কর্মপরিকল্পনা রয়েছে।’
তিনি বলেন, ‘তারেক রহমানের সঙ্গে প্রথম দেখাতে বৃহৎ পরিকল্পনার মধ্যে একটি ছোট পরিকল্পনার কথা তিনি আমাকে বলেছেন। তিনি যিদি সেটা করতে পারেন, তবে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে পারবো।’
স্নিগ্ধ আরও বলেন, ‘প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শে বিএনপি গঠন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতাকর্মী সেই আদর্শ ধারণ করে। বিএনপির প্রত্যেক নেতাকর্মী সেই আদর্শ বুকে ধারণ করে জীবন যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের জন্য কাজ করে যাবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করবেন।’

