প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। আগামী বছরের ১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে হবে এই প্রতিযোগিতা। ব্যাংককে আজ (১০ নভেম্বর) সেই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হলো।
অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপের মূলপর্বের ড্রয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শক্তিশালী চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডকে।
প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া বাংলাদেশ ড্র অনুষ্ঠানে চার নম্বর পটে ছিল। প্রতি পটে ছিল তিনটি করে গ্রুপ। চার নম্বর পট দিয়েই ড্র অনুষ্ঠান শুরু হয়, আর সেখানে প্রথমেই ওঠে বাংলাদেশের নাম। ফলে গ্রুপ ‘এ’র চার নম্বর দল হয় বাংলাদেশ।
স্বাগতিক হিসেবে পূর্বনির্ধারিতভাবে ‘এ’ গ্রুপের এক নম্বর দল হয়েছে থাইল্যান্ড। আর দুই ও তিন নম্বর পট থেকে ওঠে যথাক্রমে চীন ও ভিয়েতনামের নাম।
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ:
গ্রুপ ‘এ’– থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশ;
গ্রুপ ‘বি’– উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান;
গ্রুপ ‘সি’– জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত।

