spot_img

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান সংস্থাগুলো একযোগে ৩ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। পরিবহন দফতরের এক শীর্ষ কর্মকর্তার সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান সরকার অচলাবস্থার (শাটডাউন) কারণে দেশটির আকাশপথে ভ্রমণ ‘প্রায় থমকে যেতে পারে’। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

রোববার ( ৯ নভেম্বর) এসব ফ্লাইট বাতিল করা হয়। এরইমধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা চলমান অচলাবস্থা নিয়ে অস্থায়ী এক চুক্তিতে পৌঁছান। অর্থ বরাদ্দ বিল নিয়ে টানাপোড়েনের ফলে ৪০ দিন ধরে স্থবির হয়ে আছে সরকারি কার্যক্রম।

এর আগে, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্মবিরতির ঘটনায় বিমান চলাচল নিয়ন্ত্রণে আংশিক সীমাবদ্ধতা আরোপ করে। প্রায় ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার—যাদেরকে সরকারি নিয়মে ‘অপরিহার্য কর্মী’ হিসেবে ধরা হয়—১ অক্টোবর থেকে বেতন ছাড়া কাজ করে আসছেন।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যার–এর তথ্য অনুযায়ী, রোববার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৩০৪টি ফ্লাইট বাতিল হয় এবং আরও ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়। এর আগে, শনিবার (৮ নভেম্বর) বাতিল হয়েছিল প্রায় ১ হাজার ৫০০টি ফ্লাইট। আর শুক্রবার (৭ নভেম্বর) বাতিল হয়েছিল আরও প্রায় ১ হাজার ফ্লাইট।

রোববার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সতর্ক করে বলেন, থ্যাংকসগিভিং (২৭ নভেম্বর) ছুটির সময় আসার আগে বিমান ভ্রমণ ‘প্রায় বন্ধ হয়ে যেতে পারে’।

তিনি বলেন, ‘মানুষ তখন পরিবারের সঙ্গে দেখা করতে ভ্রমণে বের হবে, কিন্তু ফ্লাইটের সংখ্যা এত কমে যাবে যে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এটি ভালো হওয়ার সম্ভাবনা নেই—বরং আরও খারাপ হবে, যতক্ষণ না পর্যন্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা তাদের পাওনা বেতন পান।’

 

সর্বশেষ সংবাদ

প্রত্যেক আমেরিকানকে ২ হাজার ডলার দেয়ার ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুল্ক রাজস্ব থেকে দেশের নাগরিকরা প্রতিজন অন্তত দুই হাজার ডলার করে পাবেন। তবে উচ্চ...

এই বিভাগের অন্যান্য সংবাদ