সর্বশেষ এশিয়া কাপ শেষ হওয়ার প্রায় দেড় মাস হয়ে গেলেও চ্যাম্পিয়ন ট্রফি হাতে পায়নি ভারত ক্রিকেট দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান মহসীন নাকভির হাত থেকে ভারত দল ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় এ জটিলতা তৈরি হয়।
এসিসি সভাপতি নাকভি একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান, আবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। সে কারণেই নাকভির হাত থেকে ট্রফি নিতে চাননি সূর্যকুমার যাদবরা।
অন্যদিকে নিজ হাতে ট্রফি দেওয়ার সিদ্ধান্তে অনড় নাকভিরও মন গলেনি। অচলাবস্থার দেড় মাস পর গত বৃহস্পতিবার আইসিসির ত্রৈমাসিক সভায় পাকিস্তানের নামে বিচার দেয় ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিলো, ট্রফি নিয়ে দোদুল্যমান অবস্থা কাটাতে প্রয়োজনে একটি প্যানেল গঠন করতে পারে আইসিসি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, কোনো প্যানেল বা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়নি। যদিও এশিয়া কাপ ট্রফি ইস্যুতে বিসিসিআই ও নাকভির আলোচনায় আইসিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা যুক্ত আছেন। সাইকিয়া আরও জানিয়েছেন, বিষয়টি দ্রুত সুরাহা হবে বলে আশাবাদী তিনি।
সর্বশেষ এশিয়া কাপ শেষ হওয়ার প্রায় দেড় মাস হয়ে গেলেও চ্যাম্পিয়ন ট্রফি হাতে পায়নি ভারত ক্রিকেট দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান মহসীন নাকভির হাত থেকে ভারত দল ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় এ জটিলতা তৈরি হয়। এসিসি সভাপতি নাকভি একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান, আবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। সে কারণেই নাকভির হাত থেকে ট্রফি নিতে চাননি সূর্যকুমার যাদবরা।
অন্যদিকে নিজ হাতে ট্রফি দেওয়ার সিদ্ধান্তে অনড় নাকভিরও মন গলেনি। অচলাবস্থার দেড় মাস পর গত বৃহস্পতিবার আইসিসির ত্রৈমাসিক সভায় পাকিস্তানের নামে বিচার দেয় ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, ট্রফি নিয়ে দোলচাল কাটাতে প্রয়োজনে একটি প্যানেল গঠিত করতে পারে আইসিসি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, কোনো প্যানেল বা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়নি। তবে এশিয়া কাপ ট্রফি ইস্যুতে বিসিসিআই ও নাকভির আলোচনায় আইসিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা যুক্ত আছেন। সাইকিয়া আরও জানিয়েছেন, বিষয়টি দ্রুত সুরাহা হবে বলে আশাবাদী তিনি।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আইসিসি সভায় মাঝে নাকভির সঙ্গে আলাপ হয়েছে সাইকিয়ার। বিসিসিআই সচিবের দাবি, দুই পক্ষের আলোচনা ইতিবাচক হয়েছে। বার্তা সংস্থা পিটিআইকে সাইকিয়া বলেছেন, ‘বিষয়টি খুব শিগগির মীমাংসা হবে এবং ট্রফিটি ভারতের হাতে তুলে দেওয়া হবে। এজন্য কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। আলোচনায় আইসিসির একজন সিনিয়র কর্মকর্তা যুক্ত আছেন বটে, কিন্তু এই পর্যায়ে কোনো কমিটি গঠনের দরকার নেই। আইসিসি এমন কোনো পদক্ষেপ নেওয়ার আগেই বিষয়টি সমাধান হয়ে যাবে।’
পিটিআই জানাচ্ছে, ট্রফি ইস্যুতে পিসিবি ও বিসিসিআইয়ের মধ্যকার আলোচনার উদ্যোগ নেন আইসিপির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও প্রধান নির্বাহ সাঞ্জোগ গুপ্ত।
নাকভির সঙ্গে আলোচনা প্রসঙ্গে সাইকিয়া বলেছেন, ‘অবশ্যই, পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে, দ্রুতই বিষয়টির নিষ্পত্তি হবে।’

