spot_img

সেনা কর্মকর্তাদের মামলার আইনজীবী পদ থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার

অবশ্যই পরুন

পেশাগত অসদাচরণ ও স্বার্থের দ্বন্দ এড়াতে সেনা কর্মকর্তাদের পক্ষে থাকা গুমের দুটি মামলা ও রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন।

রোববার (০৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আনুষ্ঠানিকভাবে ওকালতনামা প্রত্যাহারের আবেদন জানান তিনি। আদালত গুমের দুই মামলায় সরোয়ারসহ পাঁচ আইনজীবীর ওকালত বাতিল করে নতুন করে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন।

আদালত কক্ষে ব্যারিস্টার সরোয়ার বলেন, আমার নিজের গুমের ঘটনায় আমি একটি অভিযোগ প্রসিকিউশনে জমা দিয়েছি। সেই অভিযোগে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে। তাই নৈতিক কারণে তাদের পক্ষে আইনজীবী থাকা আমার জন্য স্বার্থের দ্বন্দ তৈরি করছিল।

এর আগে চলতি বছরের ২১ অক্টোবর গুমের দুটি মামলায় সাবেক ১৩ সেনা কর্মকর্তা এবং রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় আরও দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত।

এদিকে, ব্যারিস্টার সরোয়ার সরে দাঁড়ানোর পর সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা নতুন আইনজীবী নিয়োগ দিয়েছেন।

নতুন করে গুমের মামলায় নয়জন সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন পাঁচ আইনজীবী। তারা হলেন- তাবারুল হোসেন ভূঁইয়া, মাসুদ সালাউদ্দিন, ব্যারিস্টার মহিউদ্দিন, মাইদুল ইসলাম পলক ও ব্যারিস্টার হাফিজুর রহমান।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ পাকিস্তানের

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ