spot_img

রোনালদোর নতুন ইতিহাস, টানা আট জয় আল নাসরের

অবশ্যই পরুন

সৌদি আরবে পাড়ি জমানো বছর তিনেক হতে চলল। কিন্তু এখনও উল্লেখযোগ্য কোনো শিরোপা জিততে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুমে এই শিরোপাখরা কাটাতে যেন পণ করেই নেমেছেন পর্তুগিজ মহাতারকা। একের পর এক গোল করে চলেছেন সিআরসেভেন, জিতে চলেছে তার ক্লাব আল নাসরও।

শনিবার (৮ নভেম্বর) রাতে নিওমকে ৩-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে টানা অষ্টম জয় তুলে নিয়েছে আল নাসর। ম্যাচে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের পাশাপাশি একটি গোল করেন রোনালদো। এই গোলের মাধ্যমেই লিগে একশ গোলে অবদানের মাইলফলক স্পর্শ করেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড।

টাবুকে কিং খালিদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই ছন্দ নিজেদের নিয়ন্ত্রণে ছিল আল নাসরের। রোনালদো, জোয়াও ফেলিক্স ও সাদিও মানের আক্রমণভাগ যেন ঝড় তুলে দেয় নিয়মের রক্ষণে। কিন্তু বারবার আক্রমণ চালিয়েও প্রথমার্ধে কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই ডেডলক ভাঙে আল নাসর। রোনালদোর নেয়া ফ্রি কিক দেয়ালে লেগে ফিরে এলেও ফিরতি শটে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। তারপরই ম্যাচের রঙ বদলে দেয় নিওমের একটি মুহূর্তের ভুল।

৫৬ মিনিটে লুসিয়ানো রদ্রিগেজ বোউশালের মুখে কনুই মারায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে নিশ্চিত হয় সিদ্ধান্তটি। ১০ জন নিয়ে বাকি সময়টা যেন নিয়মের জন্য হয়ে ওঠে পাহাড় ডিঙানোর মতো কঠিন।

৬৪ মিনিটে পেনাল্টি পায় আল নাসর। ফেলিক্সকে বক্সে ফাউল করায় ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। চলতি মৌসুমে লিগে সপ্তম ম্যাচে এটি তার নবম গোল, আর সব মিলিয়ে ক্যারিয়ারের ৯৫৩তম গোল।

সেই গোল শুধু স্কোরলাইন বাড়ায়নি, যোগ করেছে রেকর্ডবইয়ে নতুন অধ্যায়—সৌদি প্রো লিগে রোনালদোর ১০০তম গোল অবদান (৮৩ গোল, ১৭ অ্যাসিস্ট, মাত্র ৮৫ ম্যাচে)। একেবারে অবিশ্বাস্য ধারাবাহিকতা, যা তাঁর প্রোফাইলকে আরও মহাকাব্যিক করে তুলছে।

৮৪ মিনিটে আহমেদ জাবের গোল করে নিওমকে ম্যাচে ফেরান। খেলায় উত্তেজনা ফিরে আসে, কিন্তু ২ মিনিট পরেই সব উত্তেজনায় পানি ঢেলে দেন জোয়াও ফেলিক্স। চলতি মৌসুমে আল নাসরে যোগ দিয়ে লিগে ৭ ম্যাচে ১০ গোল করলেন রোনালদোর স্বদেশি তারকা।

লিগে টানা ৮ ম্যচের সব কয়টি জিতে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ৭ জয়ে পাওয়া ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল তাউন। আর নিওম ৮ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের সপ্তম স্থানে।

সর্বশেষ সংবাদ

তিন যুগ পর অক্ষয়ের সঙ্গে বাগদান নিয়ে কথা বললেন রবিনা

নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডন। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাদের প্রেম...

এই বিভাগের অন্যান্য সংবাদ