কয়েক দিন ধরেই পত্রিকার শিরোনামে রয়েছেন মাধুরী দীক্ষিত। কানাডার একটি অনুষ্ঠানে অভিনেত্রীর দেরি করে মঞ্চে ওঠেন। সে কারণে নাকি শুরু হয় বিশৃঙ্খলা। যদিও গোটা ঘটনার দায় আয়োজকেরা ঠেলে দেন নায়িকার দলের ঘাড়ে। মাধুরীর অনুষ্ঠান নিয়ে কুকথা চলছেই। এই আবহে মাধুরীর তরফ থেকে করা হলো একটি পোস্ট। সেখান থেকে শুরু নয়া বিতর্কের।
অনুষ্ঠানে দেরি করে আসায় অভিনেত্রীকে ক্ষমা চাইতে হবে, এমনই দাবি করেছিলেন সেখানে উপস্থিত দর্শক। এ ঘটনার দিন তিনেক কাটতে না কাটতেই মাধুরী টরন্টোকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘‘টরন্টোর থেকে ভালবাসা পেয়েছি। সেখানে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের পর এ বার নিউ জার্সি, শিকাগো ও নিউ ইর্য়ক যাওয়ার পালা।’’
নায়িকার এমন পোস্ট দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেটপাড়ার একটা অংশ। কেউ লিখেছেন, ‘‘কানাডার কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। মিথ্যা প্রচার করা বন্ধ করুন!’’ কারও মতে, নায়িকা শাক দিয়ে মাছ ঢাকছেন। কারও আপত্তি ‘মিট অ্যান্ড গ্রিট’ শব্দবন্ধনী ব্যবহারে।
তাদের দাবি, প্রায় চল্লিশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাধুরীর অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তাঁরা, অভিনেত্রীর সঙ্গে আলাপচারিতা করতে যাননি। এই আবহে অভিনেত্রীর তরফে আর কোনো উত্তর দেওয়া হয় কি না, সেটাই দেখার।
সূত্র: আনন্দবাজার

