spot_img

এনসিপির ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা

অবশ্যই পরুন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান ও ডা. তাসনিম জারাকে সেক্রেটারি করে ১০ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এমসিপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির কথা জানায় এনসিপি,

এ ছাড়াও এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, এবং প্রশিক্ষণ ও মনিটরিং এর লক্ষ্যে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

এনসিপিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ