spot_img

মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, আটক ১

অবশ্যই পরুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সেইসাথে, আটক করা হয়েছে একজনকে। আজ সোমবার (৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, রোববার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে শেরে-বাংলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখা গোপন সূত্রে তথ্য পায়, মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এক যুবক ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সজিব (২২) নামের যুবককে আটক করা হয়। তিনি শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের ড্রাইভার হিসেবে পরিচিত। এ সময় তার কাছ থেকে বেশ কয়েকটি ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

পরবর্তীতে, সজিবের দেয়া তথ্যের ভিত্তিতে রাতে জেনেভা ক্যাম্প এলাকায় দ্বিতীয় দফা অভিযান পরিচালিত হয়। সেখানে থেকে আরও বেশ কিছু ককটেল, পেট্রোল বোমা ও সেগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের সংবাদ পেয়ে তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মোহাম্মদপুরে বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর এই সফল অভিযানে তাদের কার্যকারিতা কিছুটা হলেও কমবে। আটককৃত ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতে আরো অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

আটককৃত আসামি সজিব এবং উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে জয়ের শঙ্কা থাকলেও দারুণ বোলিংয়ে ৩৯ রানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ