spot_img

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজনের ঘোষণা বিসিবি সভাপতির

অবশ্যই পরুন

ক্রিকেটকে ঢাকা-কেন্দ্রিকতা থেকে বের করে এনে সারাদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে নতুন উদ্যোগ নিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার ‘ট্রিপল সেঞ্চুরি’ কার্যক্রমের অংশ হিসেবে এবার দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের একত্রিত করতে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’ আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ৯ এবং ১০ নভেম্বর ঢাকায় এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।

বিসিবির প্রকাশিত এক ভিডিওবার্তায় বুলবুল এই নতুন উদ্যোগের কথা জানান। তিনি বলেন, কনফারেন্সের মাধ্যমে ৬৪ জেলার ক্রিকেট প্রেসিডেন্ট, জেলা ক্রীড়া অফিসার, কোচ এবং নারী উদ্যোক্তাসহ সকল ‘স্টেকহোল্ডার’কে এক ছাদের নিচে আনা হবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো—বাংলাদেশের ক্রিকেটের প্রয়োজনগুলো জানা এবং বোর্ড কীভাবে সকলকে সাহায্য করতে পারে, তা আলোচনা করা।

আমিনুল ইসলাম বুলবুল বলেন,‘আমরা জানতে চাইব বাংলাদেশ ক্রিকেটের কী দরকার। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে সবাইকে সাহায্য করতে পারব। আমরা সকলে মিলে কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারব।’

চার বছর মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্বে থাকা বুলবুল আশা প্রকাশ করেন যে এই কনফারেন্স সফল হবে এবং এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে নতুন এক সমৃদ্ধশালী যাত্রা শুরু হবে।

তিনি আরও জানান, জেলা-উপজেলায় ক্রিকেটের অবস্থা জেনে এবং দুর্বলতাগুলো চিহ্নিত করে বিসিবি প্রয়োজনীয় সহায়তা দেবে, যার মাধ্যমে আমরা ক্রিকেটকে এগিয়ে নিতে পারব ও সবাই ক্রিকেট নিয়ে আনন্দ করতে পারব।

সর্বশেষ সংবাদ

২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, কোন আসনে কে?

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ