টিম ডেভিড ও মার্কাস স্টয়নিসের জোড়া ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছিল অস্ট্রেলিয়া। বোলিংয়ের শুরুতেও ভারতকে চাপে ফেলেছিলেন নাথান এলিস। কিন্তু ওয়াশিংটন সুন্দর ও জিতেশ প্যাটেলের ঝোড়ো ইনিংসে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত।
রোববার (২ নভেম্বর) হোবার্টে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের দেয়া ১৮৭ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল সফরকারীরা। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয় পেয়েছিল অজিরা।
রান তাড়ায় ভারতের উদ্বোধনী জুটিতে ৩৩ রান যোগ করেন শুভমান গিল ও অভিষেক শর্মা। ১৬ বলে ২৫ রান করা অভিষেক শর্মাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাথান এলিস। এরপর দলীয় ৬১ রানের মাথায় এলিসের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ১২ বলে ১৫ রান করা গিল।
এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদবও। দলীয় ৭৬ রানে স্টয়েনিসের বলে এলিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১১ বলে ২৪ করা এই ব্যাটার। অক্ষর প্যাটেল ফেরেন ১২ বলে ১৭ রান করে। তিলক ভার্মা ২৬ বলে ২৯ রান করে ফেরেন বার্টলেটের বলে।
১৪৫ রানে পঞ্চম উইকেট হারানোর পর অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিশ্চিত করেন ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মা। সুন্দর ২৩ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪৯ রানের এক বিধ্বংসী ইনিংসে অপরাজিত থাকেন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে জিতেশ অপরাজিত থাকেন ১৩ বলে ২২ রান করে।
অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস ৩টি উইকেট শিকার করেন। এছাড়া বার্টলেট ও স্টয়েনিস নেন একটি করে উইকেট।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। ইনিংসের প্রথম ওভারেই ট্রাভিস হেডকে হারায় তারা, স্কোরবোর্ডে তখন মাত্র ৬ রান। আর্শদীপ সিংয়ের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১ চারে ৬ রান করেন এই ওপেনার।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক মিচেল মার্শের সঙ্গে জুটি গড়ার আগেই ফেরেন জস ইংলিশ। স্কোরবোর্ডে ১৪ রান যোগ হতেই অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৭ বলে ১ রান করে। তৃতীয় উইকেট জুটিতে ৩৫ বলে ৫৯ রানের জুটি গড়ে তোলেন টিম ডেভিড ও মিচেল মার্শ।
মার্শকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ফেরার আগে অজি অধিনায়কের ব্যাট থেকে আসে ১৪ বলে ১১ রান। মিচেল ওয়েন ফেরেন গোল্ডেন ডাক মেরে। ভরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে ফেরেন এই ব্যাটার। তবে সেখান থেকে পাল্টা আক্রমণ শুরু করেন টিম ডেভিড ও মার্কাস স্টয়নিস।
পঞ্চম উইকেট জুটিতে ২৭ বলে ৪৫ রান যোগ করেন টিম ডেভিড ও স্টয়েনিস। ৩৮ বলে ৭৪ রান করা ডেভিডকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন শিভম দুবে। এরপর ম্যাথিউ শর্টকে নিয়ে ৩৯ বলে ৬৪ রানের জুটি গড়েন স্টয়েনিস। ৩৯ বলে ৬৪ রান করা স্টয়েনিসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আর্শদীপ সিং।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে আর্শদীপ সিং ৩৫ রানে ৩টি এবং বরুণ চক্রবর্তী ৩৩ রানে ২টি উইকেট নেন। আগামী বৃহস্পতিবার গোল্ড কোস্টে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

