spot_img

ইরানের তাবরিজ বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

অবশ্যই পরুন

ইরানের তাবরিজ বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি আল্ট্রালাইট বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১ নভেম্বর) ভোরে বিমানবন্দরের পাশের একটি ভবনের সাথে ধাক্কা খায় বিমানটি। তবে, পাইলট নিরাপদে বেঁচে যান।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় একটি কোম্পানির আল্ট্রালাইট বিমান রানওয়ে ৩-এলে অবতরণের সময় এই ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত করেছেন, পাইলট কোনো আঘাত ছাড়াই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি।

বিমানবন্দরের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ বিভাগের জরুরি প্রতিক্রিয়া দলগুলোকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ প্রযুক্তিগত তদন্তের পর বেসামরিক বিমান চলাচল সংস্থা ঘটনার কারণ ঘোষণা করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

নভেম্বরে আসছে আয়ারল্যান্ড, সূচি জানাল বিসিবি

২০২৩ সালের এপ্রিলের পর আবারও বাংলাদেশে টেস্ট খেলতে আসছে আয়ারল্যান্ড। দুই টেস্টের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলবে সফরকারীরা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ