spot_img

বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

অবশ্যই পরুন

বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তানিয়া বৃষ্টি। ইউটিউবে নিয়মিতই তার অভিনীত নতুন নতুন নাটক প্রকাশিত হচ্ছে। যা দ্রুত সাড়া ফেলছে। সম্প্রতি স্বল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি নাটক প্রকাশ হয়েছে তার। তাই দর্শকের মাঝে এই অভিনেত্রী নিয়ে আলোচনায়ও রয়েছে। ছোট পর্দায় চমক দেখিয়ে ২০১৫ সালে আকরাম খানের চলচ্চিত্র ‘ঘাসফুল’ এর মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু হয় তানিয়া বৃষ্টির।

এরপর ২০১৯ সালে তার অভিনীত ‘গোয়েন্দাগিরি’তে চলচ্চিত্রে মুক্তি পায়। এরপর থেকে এই অভিনেত্রীকে আর চলচ্চিত্রে দেখা যায়নি।

দীর্ঘ বিরতির পর আবার চলচ্চিত্রে ফিরছেন ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায় তাকে দেখা যাবে। প্রায় ৬ বছরের বিরতি শেষে তিনি আবার সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন।

তানিয়া বৃষ্টি জানান, নাটকের ব্যস্ততার কারণে তিনি এতদিন সিনেমা নিয়ে ভাবছিলেন না। তবে ভালো গল্প ও চরিত্র পেলে ফিরবেন এমন সম্ভাবনার কথা জানিয়েছিলেন। অবশেষে ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে তার সেই অপেক্ষা শেষ হলো।

সূত্র জানায়, ‘ট্রাইব্যুনাল’ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। এটি একটি কোর্টরুম ড্রামা যেখানে ক্রাইম থ্রিলারও। সিনেমাটির গল্প ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি নিয়ে রয়েছে প্রশ্ন।

এতে অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ।

সর্বশেষ সংবাদ

নভেম্বরে আসছে আয়ারল্যান্ড, সূচি জানাল বিসিবি

২০২৩ সালের এপ্রিলের পর আবারও বাংলাদেশে টেস্ট খেলতে আসছে আয়ারল্যান্ড। দুই টেস্টের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলবে সফরকারীরা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ