spot_img

নিলামে উঠছে স্বর্ণের টয়লেট, ১০ মিলিয়ন ডলার দিয়ে শুরু

অবশ্যই পরুন

স্বর্ণের তৈরি একটি টয়লেটকে নিউইয়র্কে নিলামে তোলা হচ্ছে। বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে দামি টয়লেট নিলামে যার দাম শুরু হবে ১ কোটি মার্কিন ডলার থেকে। খবর: এনডিটিভি

সোথেবি’স শুক্রবার (৩১ অক্টোবর) ঘোষণা করেছে তারা ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের তৈরি সলিড গোল্ডের তৈরি টয়লেটটির নাম ‘আমেরিকা’। নিলাম প্রতিষ্ঠানটি একে বর্ণনা করেছে ‘শিল্প ও বাণিজ্যের সংঘাতের ব্যাঙ্গাত্মক সমালোচনা’ হিসেবে।

এটি সম্পূর্ণ ব্যবহার উপযোগী টয়লেট যা ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেসে চুরি হওয়া আলোচিত টয়লেটের অনুরূপ। ১৮ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিলামে এই সোনার টয়লেটের প্রারম্ভিক দর ধরা হয়েছে এর ওজনের সমান সোনার মূল্য অনুযায়ী— প্রায় ১০১.২ কিলোগ্রাম সোনা, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি মার্কিন ডলার।

নিউ ইয়র্কে সোথেবি’সের সমকালীন শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, ক্যাটেলান হলেন ‘শিল্প জগতের এক শৈল্পিক প্ররোচণাকারী’।

তিনি বিশ্বের অন্যতম সফল শিল্পীও। তার তৈরি কমেডিয়ান নামের শিল্পকর্মটি—দেয়ালে টেপ দিয়ে আটকানো কলা— ২০২৪ সালে নিউ ইয়র্কে নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়। তার আরেকটি সৃষ্টি ‘হিম’ (হাঁটু গেড়ে বসা হিটলারের ভাস্কর্য) ২০১৬ সালে ক্রিস্টিস নিলামে ১ কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

ক্যাটেলানের বানানো ‘কমেডিয়ান’ নামের এই শিল্পকর্মটি ২০২৪ সালে নিউ ইয়র্কে নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়।

ক্যাটেলান বলেছেন, তার ‘আমেরিকা’ ভাস্কর্যটি ‘অতিরিক্ত সম্পদের’ প্রতি এক ব্যঙ্গাত্মক প্রদর্শনী। তিনি একবার বলেছিলেন, ‘আপনি ২০০ ডলারের খাবার খান বা ২ ডলারের হটডগ, ফলাফলটা টয়লেটের দিক থেকে একই।’

২০১৬ সালে ‘আমেরিকার’ দুটি সংস্করণ তৈরি করা হয়েছিল। এর মধ্যে একটি ২০১৭ সাল থেকে এক অজ্ঞাত সংগ্রাহকের মালিকানায় আছে, সেটিই এবার নিলামে উঠছে। অন্য সংস্করণটি ২০১৬ সালে নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামের এক বাথরুমে প্রদর্শিত হয়েছিল।

সেখানে ১ লাখের বেশি দর্শক লাইনে দাঁড়িয়ে শিল্পকর্মটিকে দেখার ও ছবি তোলার সুযোগ পেয়েছিলেন।

তখন গুগেনহাইম মিউজিয়ামটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে তাকে ভ্যান গগের চিত্রকর্ম দেওয়ার পরিবর্তে সোনার টয়লেটটি দেওয়ার প্রস্তাব দিয়েছিল।

সর্বশেষ সংবাদ

ভূমিকম্পে নিহত বেড়ে ১১, নরসিংদীতেই ৫ জন

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারা দেশে ১০ জনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ