spot_img

ঐকমত্য কমিশন তাদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপাতে চাচ্ছে: খসরু

অবশ্যই পরুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্য কমিশন তাদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপাতে চাচ্ছে। ঐকমত্য কমিশনের মতামতের জন্য তাদের রাখা হয়নি।

আজ শনিবার (১ নভেম্বর) দুপুর ১২ টায় রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন – ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ঐক্যমত কমিশনের সদস্যদের প্রতি আহবান আপনারা যে যেখানে কাজ করতেন সেখানে আপনারা স্ব স্ব কাজে ফিরে যান। দেশের সিদ্ধান্ত সাধারণ মানুষকে নিতে দেন।

তিনি বলেন, ঐকমত্য কমিশন তাদের সিদ্ধান্ত চাপানোর মাধ্যমে নির্বাচন পেছাতে চাচ্ছে। ব্যবসায়ীদের প্রতি আহবান নির্বাচন বানচলের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে। বড় বড় মেগা প্রজেক্টের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা হবে।

এসময় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পুরোনো ধাচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করা হবে। যেন প্রত্যেক মানুষ সমানভাবে অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়। ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগ করা হবে। কুঠির শিল্প স্বয়ংসম্পূর্ণ করা হবে। তাদের নিজস্ব ব্যান্ডিংয়ের সুযোগ সৃষ্টি করা হবে। আগে যারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছে তারাই ব্যবসা করেছে, তবে তারা ব্যবসার থেকে বেশি লুটপাট করেছে। বিএনপি সরকারের প্রভাব কমিয়ে ব্যবসায়ীক ক্ষেত্রে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ কমাবে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে বড় ধরনের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাৎ করলো এফবিআই

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের অন্তত ৫টি স্থানে সিরিজ বোমা হামলার পরিকল্পনা ছিল 'টারটেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট' নামের গোষ্ঠীটির। গোপনে বিস্ফোরক...

এই বিভাগের অন্যান্য সংবাদ