বাংলাদেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সব ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে। আগের সিরিজে বাংলাদেশ যেখানে ক্যারিবীয়দের মাঠে হোয়াইটওয়াশ করেছিল, এবার নিজেদের মাটিতেই টাইগাররা পরাজিত হলো।
শেষ ম্যাচেও ব্যাটিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতা বাংলাদেশের হারের কারণ হিসেবে দেখা গেছে। বাংলাদেশ একাদশে আনা হয়েছে ৪ পরিবর্তন, তবে আলোচিত উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক একাদশে ছিলেন। এছাড়াও ফিরেছিলেন নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, পারভেজ হোসেন ইমন ও শরিফুল ইসলাম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব, শামীম হোসেন পাটোয়ারি, মুস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়।
উদ্বোধনী জুটি তানজিদ হাসান ও তামিম বেশিদূর যেতে পারেননি। অধিনায়ক লিটন দাসও সুবিধা করতে পারেননি। তবু তামিম ব্যাট হাতে খেলেন ৫৭ রানের অর্ধশতক, আর তানজিদ হাসান ৬২ বলে ৮৯ রান করে দলের সংগ্রহে কিছুটা অভয় যোগ করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫১ রান। ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড করেন হ্যাটট্রিক।
বাংলাদেশকে বড় চাপে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। অ্যালিক অ্যাথানেজ দ্রুত আউট হলেও আমির জাঙ্গু, রস্টন চেজ ও আকিম অগাস্টে যথাযথভাবে ইনিংস নিয়ন্ত্রণে রাখেন। চেজ ২৯ বলে ৫০ এবং অগাস্টে ২৫ বলে ৫০ রান করে ম্যাচ শেষ করেন।
শেষ পর্যন্ত ১৯ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেন সফরকারীরা। এর ফলে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ।

