spot_img

গাজায় বর্বরতার জেরে আত্মহত্যার চেষ্টা করেছে ২৭৯ ইসরায়েলি সেনা

অবশ্যই পরুন

গাজায় বর্বরতার জেরে দেড় বছরে আত্মহত্যার চেষ্টা করেছেন ২৭৯ ইসরায়েলি সেনা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দেশটির পার্লামেন্টের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’র এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।

প্রতিবেদনের তথ্যমতে, ২০২৪ সালে আত্মহত্যা করতে চাওয়া ৭৮ শতাংশ সেনাই ছিলেন যুদ্ধের ময়দানে। যা আগের বছরগুলোর তুলনায় আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০২৩ সালে মাত্র ১৭ শতাংশ ইসরায়েলি সেনার মধ্যে আত্মহতার প্রবণতা ছিল।

এতে আরও বলা হয়, চলতি বছরের আগস্ট মাসে এক অভ্যন্তরীণ সামরিক তদন্তে দেখা গেছে, সৈন্যদের মধ্যে সাম্প্রতিক আত্মহত্যার বেশিরভাগই যুদ্ধের ফলে উদ্ভূত মানসিক আঘাতের ফলাফল। যার মধ্যে রয়েছে- যুদ্ধক্ষেত্রে দীর্ঘ সময় ধরে মোতায়েন, গাজার নাগরিকদের হত্যা করার মর্মান্তিক দৃশ্য প্রত্যক্ষ করা এবং সহকর্মীদের হারানো।

অভ্যন্তরীণ তদন্তের পর আইডিএফ জানিয়েছে, তারা মানসিক স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় আরও জোরদার পদক্ষেপ গ্রহণ করবে। এর মধ্যে কমান্ডারদের প্রশিক্ষণ সম্প্রসারণের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে, যাতে তারা সৈন্যদের দুর্দশার লক্ষণ শনাক্ত করতে পারে। সেইসাথে, মানসিক স্বাস্থ্য কর্মকর্তার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় আইডিএফ।

সর্বশেষ সংবাদ

দল বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে: ইসি সচিব

কোনও দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন 'শাপলা কলি' যুক্ত করেছে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ