spot_img

‘বিগ বস ১৯’-এ আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন সালমান!

অবশ্যই পরুন

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’ শুরু হওয়ার পর থেকেই আলোচনা থামছে না সালমান খানের পারিশ্রমিক ও তার পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে। কেউ বলছেন, ‘উইকএন্ড কা বার’–এর পর্বগুলো সঞ্চালনার জন্য সালমান নিচ্ছেন ১৫০ থেকে ২০০ কোটি রুূপ। আবার অনেকে দাবি করছেন সালমান কিছু প্রতিযোগীর প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল। এবার এসব গুঞ্জনের জবাব দিয়েছেন অনুষ্ঠানের প্রযোজক ঋষি নেগি।

ঋষি নেগি ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, সালমান খান নিয়মিতভাবে প্রতিযোগীদের কার্যকলাপ দেখেন এবং সময় না পেলে অন্তত এক–দেড় ঘণ্টা গুরুত্বপূর্ণ ফুটেজ দেখে নেন। তিনি আরও বলেন, সালমান জানেন ঘরের ভেতরে কী ঘটছে। তিনি নিজের মতামত দেন, আমরা নির্মাতা হিসেবে আমাদের মত দিই, পাশাপাশি দর্শকদের প্রতিক্রিয়াও যুক্ত করি। সবকিছু মিলিয়েই উইকএন্ডের পর্ব সাজানো হয়।

তিনি এও উল্লেখ করেন, সালমান খানের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নতুন কিছু নয়। তবে, তাকে কোনো কিছু বলার জন্য নির্দেশ দেয়া হয় না।অন্যদিকে, যখন ঋষি নেগির কাছে জানতে চাওয়া হয়, সালমান কি সত্যিই প্রতি মৌসুমে ১৫০ থেকে ২০০ কোটি রুপি পারিশ্রমিক পান, তখন তিনি উত্তর দেন, এটা জিওহটস্টার ও সালমান খানের মধ্যকার একটি চুক্তি, তাই সঠিক অঙ্ক আমি জানি না। তবে যতই হোক, তিনি সেই মূল্যের যোগ্য। যতক্ষণ তিনি উইকএন্ডে আছেন, আমি খুশি।

সালমান খান প্রথম বিগ বস সিজন ৪ থেকে সঞ্চালক হিসেবে যুক্ত হন। সিজন ৫–এ তিনি সঞ্জয় দত্ত–এর সঙ্গে যৌথভাবে উপস্থাপনা করেন। এরপর থেকে একাই ধারাবাহিকভাবে শোটি সঞ্চালনা করে আসছেন। অন্যদিকে, ফারাহ খান, করন জোহর ও অনিল কাপুর মাঝে কিছু বিশেষ সংস্করণ উপস্থাপনা করেছেন। দর্শকদের মধ্যে যতই বিতর্ক থাকুক, প্রযোজকদের মতে সালমান খানের উপস্থিতিই বিগ বসের আসল আকর্ষণ।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

সর্বশেষ সংবাদ

দল বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে: ইসি সচিব

কোনও দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন 'শাপলা কলি' যুক্ত করেছে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ