spot_img

প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রোহিত

অবশ্যই পরুন

প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে ডানহাতি এই ব্যাটার দুই ধাপ এগিয়ে তালিকার শীর্ষে পৌঁছেছেন।

ওই ম্যাচে ১৩টি চার ও তিনটি বিশাল ছক্কা মেরে ক্যারিয়ারের ৩৩তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। ৩৮ বছর বয়সী এই ব্যাটার গত এক দশকের বেশিরভাগ সময়ই শীর্ষ দশে অবস্থান করলেও পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছতে পারেননি কখনোই।

এদিকে তালিকার দ্বিতীয় স্থানে নিজের অবস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ভারতের বর্তমান অধিনায়ক শুভমন গিল দুই ধাপ নেমে এখন তৃতীয়। পাকিস্তানের বাবর আজম আগের মতোই চতুর্থ স্থানে রয়েছেন।

অপরদিকে ওয়ানডে বোলারদের তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ এবং তৃতীয় স্থানে শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।

অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই, দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং তৃতীয় স্থানে অভিজ্ঞ মোহাম্মদ নবী।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ মিরপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ