spot_img

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা দিলো যাত্রীবাহী বিমান

অবশ্যই পরুন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে ধাক্কা খেয়েছে সিলেট থেকে যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো গামী একটি বিমান।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে ঘটে যাওয়া এই ঘটনায় নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি বিমানের ফ্লাইটটি। এতে ২৬২ জন যাত্রী ছিলেন।

বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইট বোর্ডিং ব্রিজ সরানোর সময় বিমানের একপাশের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে।

তিনি আরও বলেন, এ কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। বিকেল আড়াইটায় (২টা ৩০ মিনিটে) নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে আরেকটি বিমান এনে ফ্লাইটটি পরিচালনা করা হবে।

বর্তমানে প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত বিমানের অবস্থা পরীক্ষা করছেন বলেও জানান বিমানবন্দরের পরিচালক।

উল্লেখ্য, ফ্লাইট বিলম্বিত হওয়ায় বিপাকে পড়েছেন বিমানের যাত্রীরা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারার শঙ্কায় পড়েছেন অনেকে।

সর্বশেষ সংবাদ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন জাকের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টসে হেরেছে বাংলাদেশ। উইন্ডিজরা টস জিতে লিটন দাসের দলকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে। বুধবার (২৯ অক্টোবর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ