বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‘জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের পক্ষে নয় জামায়াত। গণভোট হতে হবে আলাদা। আমরা যেভাবে ঐকমত্য হয়েছি সেভাবেই জুলাই সনদ উপস্থাপন করা হয়েছে। বিএনপি নতুন কোনো কথা বললে এটি বিএনপির বিষয়।’
আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের বৈঠক হয়।
এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণভোট আয়োজন নিয়ে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।
এর আগে, গতকাল মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে এটা বিএনপির চাওয়া। প্রথম দিন থেকেই বিএনপি এটি বলে আসছে। এ বিষয়ে ঐকমত্য কমিশন কোনো সুপারিশ দিলে, তা তাদের বিষয়। এখানে সব দলের মতামতই প্রাধান্য পাবে; ঐকমত্য কমিশনের সুপারিশ গ্রহণযোগ্য হবে না।’

