ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক – ইউনেট এবং ওয়াই ওয়াই ভেঞ্চারস দ্বারা পরিচালিত অরেঞ্জ কর্নারস বাংলাদেশ ২০২৫ সালের ২৮ অক্টোবর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার লক্ষ্য বাংলাদেশে উদ্যোক্তা বিকাশ, উদ্ভাবন ও তরুণদের সক্ষমতা উন্নয়নে যৌথভাবে কাজ করা।
এই চুক্তিতে স্বাক্ষর করেন মুহাম্মাদ আলতামিশ নাবিল, কো-ফাউন্ডার ও সিইও, ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক – ইউনেট এবং ওসমান ঢালী, চিফ অপারেটিং অফিসার, ওয়াই ওয়াই ভেঞ্চারস, যিনি অরেঞ্জ কর্নারস বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন।
এই কৌশলগত অংশীদারিত্বটি নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল পাবলিক-প্রাইভেট ইনিশিয়েটিভ এর আওতায় সম্পন্ন হয়েছে, যার লক্ষ্য তরুণ উদ্যোক্তাদের মানসম্পন্ন মেন্টরশিপ, প্রশিক্ষণ ও অর্থায়নের সুযোগ প্রদান করা।
এই সহযোগিতার আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উদ্যোক্তা উন্নয়ন ও স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে কাজ করবে। স্বাক্ষর অনুষ্ঠানে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্কের পক্ষ থেকে মাহির আসেফ, এবং অরেঞ্জ কর্নারস বাংলাদেশের পক্ষ থেকে ফারিহা তাবাসসুম, শাফাদুল ইসলাম ও ফাইরানা আফসানা উপস্থিত ছিলেন।
এই চুক্তি বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের জন্য উদ্ভাবন, প্রভাব ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা দেশকে ভবিষ্যতমুখী উদ্যোক্তা নেতৃত্বের পথে এগিয়ে নিতে সহায়তা করবে।

