ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হোঁচট খেয়েছে বাংলাদেশ। বিশেষ করে মিডল অর্ডারের ভঙ্গুরতায় পাওয়ারপ্লের মধ্যেই ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। এই ম্যাচটাই এখন বাঁচা-মরার লড়াই হয়ে উঠেছে বাংলাদেশের জন্য।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে আরও একবার ভুগিয়েছে ব্যাটিং। বিশেষ করে মিডল অর্ডারের ভঙ্গুর দশা। পাওয়ারপ্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ম্যাচটা যেন সেখানেই হেরে যায় বাংলাদেশ। পরে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েছে টাইগাররা, যদিও লাভ হয়নি তেমন।
দ্বিতীয় ম্যাচে এই ব্যাটিংটাকেই ভালোভাবে মেরামত করতে হবে বাংলাদেশকে। মিডল অর্ডারের ভঙ্গুর দশা চলতে থাকে কপালে শনিই আছে। একাদশে পরিবর্তন আসলেও ব্যাটিংয়ে আসার সম্ভাবনাই বেশি। একাদশ থেকে বাদ পড়তে পারেন শামীম হোসেন পাটোয়ারী, ঢুকে যেতে পারেন জাকের আলী অনিক। পারভেজ হোসেন ইমন একাদশে ঢুকলে বাদ পড়তে পারেন তাওহিদ হৃদয়। তবে সেই সম্ভাবনা আপাতত কিছুটা কম।
ব্যাটিংয়ে পাওয়ারপ্লে কাজে লাগানোর সাথে মাঝের ওভারে রান বের করা হতে যাচ্ছে খুব খুব জরুরি। এই অগ্নিপরীক্ষাতে উতরে যেতে পারলেই ম্যাচের গতিপথ অনেকটা নিশ্চিত করে ফেলতে পারবে বাংলাদেশ। বোলিংয়ে স্পিন আক্রমণে দারুণ ছন্দে আছেন নাসুম আহমেদ। রিশাদ হোসেনও খারাপ করছেন না। পেস ইউনিটে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব থাকছেন, তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে একাদশে খেলানো হতে পারে শরিফুল ইসলামকে।
পেস-স্পিন নিয়ে বাংলাদেশের বোলিংটা ঠিকঠাক হলেও দুশ্চিন্তার বড় জায়গা ব্যাটিং। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর প্রত্যাবর্তনের জন্য ব্যাটিংটা যুতসই হওয়া তাই খুবই জরুরি। ব্যাট হাতে নিজেদের কারিশমা দেখানোর পরীক্ষায় টাইগার ব্যাটাররা কতটা ভালো করতে পারেন সেখানেই নির্ভর করছে ম্যাচের ফলের সিংহভাগ।
আজ বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সিরিজের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচেও জয় পেলে সিরিজ জিতে নেবে ক্যারিবিয়ানরা। টিকে থাকতে হলে জিততেই হবে বাংলাদেশকে।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়/পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী/জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেইজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে, জেডন সিলস।

