spot_img

উত্তরসূরি ঘোষণা করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছেন ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ-এর নাম।

রোববার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন তিনি।

অধ্যাদেশ অনুযায়ী, ফিলিস্তিনের প্রেসিডেন্টের মৃত্যু অথবা কোনো কারণে দায়িত্ব পালনে অক্ষম হলে, ৯০ দিনের জন্য ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট। এ সময়ের মধ্যে ভোট আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করতে হবে নির্বাচিত প্রশাসনের কাছে। তবে অনাকাঙ্ক্ষিত কারণে এ সময়ের মধ্যে নির্বাচন না হলে সময় বাড়াতে পারবে ফিলিস্তিনের কেন্দ্রীয় কাউন্সিল।

ফাতাহ প্রশাসনের এই আইন সংবিধান পরিপন্থি বলে দাবি করেছে হামাসসহ বিরোধীরা। আগের আইন অনুযায়ী, ফিলিস্তিনের প্রেসিডেন্টের পদ শূন্য হলে দায়িত্ব পাবেন পার্লামেন্টের স্পিকার। সে হিসেবে ২০০৬ সালে হামাস থেকে নির্বাচিত বর্তমান স্পিকারের হওয়ার কথা আব্বাসের উত্তরসূরি।

বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যথেষ্ট বয়স হয়ে গেছে। আর কতদিন রাষ্ট্র চালনার উপযুক্ত থাকবেন সে নিয়ে সন্দেহ আছে। তাই বর্তমান সংবিধান অনুযায়ী ক্ষমতার ভার যেন হামাসের হাতে না যায়, সেজন্যই নতুন এই অধ্যাদেশ।

উল্লেখ্য, গত ২০ বছর ধরে ফিলিস্তিনের প্রেসিডেন্টের পদে আছেন মাহমুদ আব্বাস। ২০০৪ সালের নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে ২০০৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হন তিনি।

সর্বশেষ সংবাদ

২০০ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ: রাষ্ট্রদূত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশে একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করছে। আসন্ন নির্বাচন আগামী...

এই বিভাগের অন্যান্য সংবাদ