spot_img

ঢাকায় জাকির নায়েকের সফর, অবগত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়

অবশ্যই পরুন

প্রথমবারের মতো বাংলাদেশে আসতে যাচ্ছেন ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক, আগামী ২৮ নভেম্বর তার ঢাকায় আসার কথা রয়েছে। সম্প্রতি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তার এই সফরের কথা জানায়।

তবে তার সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন।

সাম্প্রতিক বিষয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ড. জাকির নায়েকের ঢাকায় আসার বিষয়টি সাংবাদিকদের কাছ থেকেই প্রথম শুনেছেন বলেও এ সময় উল্লেখ করেন তৌহিদ হোসেন।

এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে তিনি বলেন, নির্বাচনকালে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি দেখভাল করবে নির্বাচন কমিশন, অহেতুক বিতর্ক তৈরি করবে এমন কাউকে আনতে চায় না সরকার।

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বন্ধুরাষ্ট্রগুলোর কোনও সংশয় নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া, বেইজিংয়ের সাথে ঢাকার সম্পর্ক নিয়ে তৌহিদ হোসেন বলেছেন, চীনের সাথে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন‍্য দেশের উদ্বেগের কোনও কারণ নেই।

সর্বশেষ সংবাদ

বড়দিনের আগেই সেনাসদস্যরা পাবেন বোনাস চেক—ঘোষণা ট্রাম্পের

বড়দিনের আগেই মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের বিশেষ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনাদের ১৪ লাখেরও...

এই বিভাগের অন্যান্য সংবাদ