প্রতিরক্ষাব্যবস্থা আরও জোরদার করতে ব্রিটেনের কাছ থেকে ২০টি ইউরোফাইটার টাইফুন জেট যুদ্ধবিমান কিনতে যাচ্ছে তুরস্ক। সোমবার (২৭ অক্টোবর) আঙ্কারা সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে প্রায় ১১ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছে।
লন্ডন জানায়, ন্যাটোভুক্ত দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও বাড়ানোর লক্ষ্যে হয়েছে এই চুক্তি। ধারণা করা হচ্ছে, চুক্তির আওতায় প্রথম ফাইটার জেট ২০৩০ সাল নাগাদ হাতে পাবে তুরস্ক।
এর আগে, গত জুলাইয়ে ৪০টি টাইফুন জেট কিনতে ব্রিটেনের সাথে প্রাথমিকভাবে ক্রয় চুক্তি সই করেছিলো তুরস্ক।
সূত্র: ইউরো নিউজ।

