spot_img

মেট্রোরেলের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ

অবশ্যই পরুন

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের (কেআইবি) সামনে মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ওই তরুণ ফুটপাত দিয়ে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ মেট্রোরেলের পিলার থেকে আনুমানিক ৪০-৫০ কেজি ওজনের বিয়ারিং স্প্রিংটি ছিটকে সরাসরি তার মাথায় আঘাত হানে। গুরুতর আঘাতের কারণে তরুণটি ঘটনাস্থলেই মারা যান। ছিটকে পড়া স্প্রিংটি পাশের একটি চপ-সিঙ্গারা দোকানেও আঘাত করে, যার ফলে দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন।

এদিকে, দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

নোয়াখালীর টানা তৃতীয় হার, এক লাফে শীর্ষে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল নবাগত নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু মাঠের...

এই বিভাগের অন্যান্য সংবাদ