spot_img

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডে খারি

অবশ্যই পরুন

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে স্কোয়াডে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজের জন্য দলে যুক্ত করা হয়েছে বাঁহাতি স্পিনার খারি পিয়েরেকে।

সেই সাথে ইনজুরি সমস্যা অস্বস্তিতে ফেলেছে ক্যারিবীয়দের। চোটের কারণে খেলতে পারছেন না পেসার শামার জোসেফ ও জেডিয়া ব্লেডস। যারা কিনা আগে থেকেই অন্তর্ভুক্ত ছিলেন দলে। ফলে ১৫ জনের পরিবর্তে সফরকারীদের স্কোয়াড এখন দাঁড়িয়েছে ১৪ জনে।

এর আগে, ওয়ানডে স্কোয়াডে আকিল হোসেইন ও র‍্যামন সিমন্ডসকে উড়িয়ে এনেছিল উইন্ডিজ। মিরপুরের উইকেটের ফায়দা লুটে বল হাতে নিজের কারিশমাও দেখিয়েছিলেন আকিল।

এদিকে, চট্টগ্রামে সোমবার (২৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধ এই সিরিজ দিয়ে নিতে মরিয়া হোপ-কিংরা।

সর্বশেষ সংবাদ

কিমের উপস্থিতিতে উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নিজের দেশের পারমাণবিক যুদ্ধ সক্ষমতাকে ‘সীমাহীন ও নিরবচ্ছিন্ন’ করার প্রত্যয় ব্যক্ত করে দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর...

এই বিভাগের অন্যান্য সংবাদ