spot_img

১৮ বছর পর পাকিস্তানের মাটিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট জয়

অবশ্যই পরুন

১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতলো প্রোটিয়ারা। রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সহজ জয় পায় প্রোটিয়ারা।

৪ উইকেটে ৯৪ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের খেলা শুরু করতে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। প্রথম সেশনেই ৪৪ রান যোগ করে শেষ ৬ উইকেট হারায় দলটি। এই সেশনে মাত্র ১৪ দশমিক ৩ ওভার ব্যাট করতে পারে স্বাগতিকরা। আর তাতে দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৩৮ রানে।

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়ায় মাত্র ৬৮ রান। ২ উইকেট হারিয়ে ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে সহজেই টেস্ট জিতে নেয় প্রোটিয়ারা। প্রথম টেস্টে পাকিস্তান জয় পাওয়ায় সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

ম্যাচসেরা হয়েছেন ম্যাচে ৯ উইকেট নেয়া কেশব মাহারাজ। আর সিরিজসেরা হয়েছেন সেনুরান মুথুসামি।

এর আগে, ২০০৭ সালে সবশেষ পাকিস্তানের মাটিতে টেস্ট জিতেছিল দলটি।

সর্বশেষ সংবাদ

এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান

ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির খবর। রাষ্ট্রায়ত্ত কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর প্রস্তাব আমলে নেয়নি...

এই বিভাগের অন্যান্য সংবাদ