ইসরায়েল কোনোভাবেই যুক্তরাষ্ট্রের আশ্রিত বা নিয়ন্ত্রিত রাজ্য নয় বলে মন্তব্য করেছেন দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, ইসরায়েল নিজেই নিজের নিরাপত্তা ও নীতিনির্ধারণে সম্পূর্ণ সক্ষম এবং স্বাধীন।
বুধবার (২২ অক্টোবর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের আগে এক বিবৃতিতে এসব কথা বলেন নেতানিয়াহু। খবর টিআরটি ওয়ার্ল্ড।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর বিষয়ে ইসরায়েলের আপত্তির ইঙ্গিত হিসেবেই নেতানিয়াহুর এই মন্তব্যকে দেখা হচ্ছে। এ পরিকল্পনা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে।
নিজ কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের কোনো প্রটেক্টরেট নই। ইসরায়েল নিজেই নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে।”
অন্যদিকে, বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, “শান্তির পথে এখনও অনেক বড় বাধা রয়ে গেছে।” বৈঠক শেষে যৌথভাবে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহু ও ভ্যান্স একমত হন যে, ইসরায়েল কোনো “মার্কিন ক্লায়েন্ট রাষ্ট্র” নয়; বরং গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে।
নেতানিয়াহু আরও বলেন, “আমরা ইসরায়েলে কোনো ভাসাল রাষ্ট্র চাই না, এবং ইসরায়েল তেমন কিছু নয়ও। আমরা চাই অংশীদারিত্ব—মিত্র হিসেবে কাজ করা।”
তিনি জোর দিয়ে বলেন, ‘‘ইসরায়েল যুক্তরাষ্ট্রের নির্দেশে কাজ করছে—এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। এক সপ্তাহ বলা হয় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, পরের সপ্তাহে বলা হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে। আমি স্পষ্ট করে বলছি—দুটোই বাজে কথা।”