spot_img

বিতর্কিত কর্মকর্তাদের এবারের নির্বাচনে দায়িত্বে না রাখার আহ্বান মঈন খানের

অবশ্যই পরুন

বিগত নির্বাচনে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্বে না রাখতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি।

মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের মতৈক্য হয়েছে৷ বিগত ১৭ বছর রাজনৈতিক ভিত্তিতে প্রশাসনিক বিভাগকে তৈরি করা হয়েছিল। ফলে বিগত নির্বাচন প্রহসনের হয়েছে। ভোটের দিন যারা সরকারি কর্মকর্তা হয়ে ইসির অধীনে কাজ করে তারাই এটি করেছে। ১৭ বছরে তারা সংশোধন হয়ে যাবে বিষয়টি এমন নয়। তাই এবারের নির্বাচনী কার্যক্রমে তারা যাতে অংশ নিতে না পারে, সে বিষয়ে ইসিকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, জাতির স্বার্থে ইসিতে এসেছি। ১৮ কোটি ভোটার যেন নির্ভয়ে ভোট দিতে পারে তা নিয়ে কমিশনের সঙ্গে কথা বলেছি। ইসির জনবল অত্যন্ত সীমিত। তাদের অনেক জনবল প্রয়োজন। শুধু কমিশনের পাঁচ সদস্য দিয়ে হবে না। ভোটে ইসির প্রায় ১০ লাখ লোকের প্রয়োজন পড়বে। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে ইসির ওপর বিশ্বাস রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

উইন্ডিজদের বিপক্ষে বড় জয়ে সিরিজ বাংলাদেশের

মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৭ রানে ক্যারিবীয়দের আটকে দিয়ে ১৭৯ রানের বড় জয় পেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ