বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতকে পরিবেশবান্ধবে রূপান্তরে চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীতে চীন-বাংলাদেশ আন্তর্জাতিক গ্রিন টেক্সটাইল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। চীনা রাষ্ট্রদূত বলেন, শিল্প ও ব্যবসায়িক অংশীদারদের সহায়তায় দুই দেশের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ও লাভজনক বাজার তৈরি করা সম্ভব।
এছাড়া, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও চীনের সমন্বিত উদ্যোগ থাকলে ২০২৮ সালের মধ্যে বাংলাদেশের আরএমজি সেক্টরকে শতভাগ পরিবেশবান্ধব করা সম্ভব।
এই প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন টেক্সটাইল কোম্পানি, শিল্পমালিক, বিনিয়োগকারী ও প্রযুক্তিবিদরা অংশ নেন। তিন দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

